পাকিস্তান বোর্ডের দায়িত্বে শোয়েব আকতার

পাকিস্তান বোর্ডের দায়িত্বে শোয়েব আকতার

পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব পেতে চলেছেন ৪২ বছর বয়সী সাবেক পেসার তারকা শোয়েব আকতার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ২০১১ সালে। আলোচনা-সমালোচনার কারণে বিভিন্ন সময় শিরোনাম হোন পাকিস্তানের এই তারকা। এবার নিজ দেশের বোর্ডেই দায়িত্ব পেতে চলেছেন তিনি।
পাকিস্তান বোর্ডের দায়িত্বে শোয়েব আকতারশোয়েবকে নিয়োগ দেয়ার বিষয়টি জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজিম শেঠি। তিনি বলেন, বোর্ডের ক্রিকেট বিষয়ক উপদেষ্টা এবং অন্যটি পিসিবির শুভেচ্ছাদূত, এ দুটি পদের যেকোন একটিতে নিযুক্ত করা হবে সাবেক এই তারকা ক্রিকেটারকে। ২০১৫ সালে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাকিস্তানের শোচনীয়ভাবে পরাজয়ের জন্য শেঠি এবং পিসিবির গোটা পরিচালনা পর্ষদকে দায়ী করেছিলেন শোয়েব আক্তার। শোয়েব আরও বলেন, শেঠির অধীনে পাকিস্তান ক্রিকেটের অবনতি ঘটবে। তার মনে রাখা উচিত এখন সে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। কোনো টেলিভিশন চ্যানেলের উপস্থাপক নন। শোয়েব এক টুইট বার্তায় জানান, পিসিবি আমাকে পছন্দ করায় আমি সম্মানিত বোধ করছি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment