পিস্তল ও ৯ লাখ টাকাসহ ৩ প্রতারক আটক

পিস্তল ও ৯ লাখ টাকাসহ ৩ প্রতারক আটক

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তিন প্রতারককে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি দেশী পিস্তল, গুলি ও ৯ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। র‌্যাব সদর দফতর থেকে বৃহস্পতিবার দুপুরে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
পিস্তল ও ৯ লাখ টাকাসহ ৩ প্রতারক আটকআটকরা হলো- কাউসার আকাশ (২৮), তোফায়েল আহমেদ টিটু (৩৯) ও রেজাউল (৪৯)। র‌্যাব জানায়, আটকরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাদের বুধবার রাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানায় র‌্যাব। র‌্যাব আরো জানায়, আটকরা ইউএসএ, ইউকেসহ বিভিন্ন বিদেশি নাম ব্যবহার করে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে বিভিন্ন মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতো। তারপর তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায় এমন কথা বলে প্রলোভন দেখাতো। কখনো গিফট হিসেবে শাহজালাল এয়ারপোর্টে পার্সেল পাঠিয়েছে বলে জানাতো। কয়েকদিন পর এয়ারপোর্টের কাস্টমস কর্মকর্তা সেজে ফোন করে পার্সেল সংগ্রহের কথা বলতো। সে সময় কৌশলে ওই ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতো চক্রটি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment