বঙ্গবন্ধুর সমাধিতে এনআরবি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর সমাধিতে এনআরবি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান তমাল এস এম পারভেজ ও বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র এবং রাশিয়া শাখা।

বঙ্গবন্ধুর সমাধিতে এনআরবি ব্যাংকের শ্রদ্ধা নিবেদনশুক্রবার দুপুর ২টায় টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টে নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন।

 

এ সময় অন্যান্যের মধ্যে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের অডিট চেয়ারম্যান রফিকুল ইসলাম আরজু, সহকারী অফিসার মো. আকতারুজ্জামান, গোপালগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ মোল্লা, বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র ও রাশিয়া শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে তারা বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ও মাজার পরিদর্শন করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment