নিদহাস টি-টোয়েন্টি ট্রফির সূচি

নিদহাস টি-টোয়েন্টি ট্রফির সূচি

চলতি বছরের মার্চে ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারতকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করেছে শ্রীলঙ্কা। এই সিরিজের নাম রাখা হয়েছে ‘নিদাহাস ট্রফি ২০১৮’।

নিদহাস টি-টোয়েন্টি ট্রফির সূচি
আসন্ন ত্রিদেশীয় টি-২০ সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী মাসের ৬ তারিখে। ঘরের মাটিতে উদ্বোধনী ম্যাচে লঙ্কানদের বিপক্ষে লড়বে ভারত। তারপরের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

এই সিরিজে রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দেশ একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। আর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামেই হবে সবগুলো ম্যাচ। ম্যাচ গুলো শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

তার আগে শ্রীলঙ্কার স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উপলক্ষ্যে নিদাহাস ট্রফি আয়োজিত হয়েছিল ১৯৯৮ সালে। সেটা ছিলো ওয়ানডে ফরম্যাট। আর সেই সিরিজে শিরোপা জয় করে ভারত। তবে এবারের আসরটি টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

সময়সূচি:

৬ মার্চ (মঙ্গলবার) – শ্রীলঙ্কা বনাম ভারত

৮ মার্চ (বৃহস্পতিবার) – বাংলাদেশ বনাম ভারত

১০ মার্চ (শনিবার) – শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ

১২ মার্চ (সোমবার) –শ্রীলঙ্কা বনাম ভারত

১৪ মার্চ (বুধবার) – বাংলাদেশ বনাম ভারত

১৬ মার্চ (শুক্রবার) – শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ

১৮ মার্চ (রোববার) – ফাইনাল

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment