পিএসএলে মোস্তাফিজের দুর্দান্ত অভিষেক

পিএসএলে মোস্তাফিজের দুর্দান্ত অভিষেক

সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের, সেই সঙ্গে মোস্তাফিজুর রহমানেরও। দক্ষিণ আফ্রিকা সফরের পর দেশের মাটিতে নড়বড়ে শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত হতে হয়েছে বাংলাদেশকে। সেখানে পেসার মোস্তাফিজুর রহমানের বোলিংও ছিল সাধারণ। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে ৭১ রান দিয়ে পেয়েছেন মাত্র এক উইকেট।

পিএসএলে মোস্তাফিজের দুর্দান্ত অভিষেকতবে খারাপ সময় কাটিয়ে জ্বলে ওঠলেন কাটার বয়। পাকিস্তান সুপার লিগে দারুণ অভিষেক হলো তাঁর।  লাহোর কোয়াল্ডার্সের  হয়ে বল হাতে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। দলের সেরা বোলার ছিলেন তিনিই।

প্রথমে ব্যাট করে মুলতান সুলতানস তুলে ৫ উইকেটে ১৭৯ রান। মুলতানের ব্যাটিং দাপটের মধ্যে মোস্তাফিজই ছিলেন সবচেয়ে কৃপন বোলার। শহিদ আফ্রিদি ৩ ওভারে ৩৫ রান দিয়ে কোনো উইকেট পাননি। ৪ ওভারে ২৭ রান দিয়ে এক উইকেট নেন ইয়াসির শাহ। রান আউটের সুবাদে দুই উইকেট পায় লাহোর। মানে বোলাররা নিতে পেরেছেন মাত্র ৩ উইকেট, যার ‍দুটিই গেছে মোস্তাফিজের ঝুলিতে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment