বাটলার ও রুটের ব্যাটে ইংলিশদের বড় সংগ্রহ

বাটলার ও রুটের ব্যাটে ইংলিশদের বড় সংগ্রহ

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হ্যামিল্টনে বাটলার এবং জো রুটের ব্যাটে চড়ে অস্ট্রেলিয়াকে ২৮৫ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড। দীর্ঘদিন পরে দলে ফিরেছেন বেন স্টোকস।
বাটলার ও রুটের ব্যাটে ইংলিশদের বড় সংগ্রহরবিবার টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ব্যাটিংয়ের শুরুটা খুব বেশি ভালো না হলেও নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে আট উইকেটে ২৮৪ রান সংগ্রহ করে ইংলিশরা।

শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৪ রান করেই বোল্টের শিকার হন ওপেনার জনি বেরিস্টো। আরেক ওপেনার জেসন রয় জো রুট কে নিয়ে ভালোই ছন্দে ছিলেন। কিন্তু হাফ- সেঞুরি করার থেকে এক রান দুরে রেখে তাকে সাজঘরে ফেরান শান্টনার।

তারপর অধিনায়ক মরগানও বেশ সুবিধা করতে পারেননি। ৮ রান করা মরগানের বিদায়ের পর আউট হন বেন স্টোকস। ৭১ রান করে মুনরোর বলে ছন্দে থাকা জো রুট ফিরে গেলে দলের হাল ধরেন জস বাটলার। পরবর্তীতে  মঈন আলীকে সাথে নিয়ে ৬৫ বলে ৫ ছয় ও ৫চারে ৭৯ রান করেন তিনি। তার রানে ভর করে অস্ট্রেলিয়াকে ২৮৫ রানের টার্গেট দিতে সক্ষম হয় ইংলিশরা। নিউজিল্যান্ডের হয়ে বোল্ট, শান্টনার ও শোদি নেয় ২টি করে উইকেট।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment