২২ জেলায় নতুন জেলা প্রশাসক

২২ জেলায় নতুন জেলা প্রশাসক

দেশের ২২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে রবিবার বিকেলে এ তথ্য জানানো হয়েছে।
২২ জেলায় নতুন জেলা প্রশাসকওই আদেশ অনুযায়ী, ঠাকুরগাঁও, নরসিংদী ও কুড়িগ্রামের জেলা প্রশাসককে ময়মনসিংহ, যশোর ও ঢাকায় বদলি করা হয়েছে। এছাড়া, বিভিন্ন মন্ত্রণালয়ের দফতর ও সংস্থা থেকে বদলি করে নতুন জেলা প্রশাসক হিসেবে ১৯ জেলায় ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

ময়মনসিংহ, যশোর, রংপুর, ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, বান্দরবান, নেত্রকোনা, সাতক্ষীরা, শরীয়তপুর, দিনাজপুর, চট্টগ্রাম, সিলেট, ঠাকুরগাঁও, রাঙামাটি, কক্সবাজার, ঝিনাইদহ, ভোলা, কুড়িগ্রাম, নরসিংদী, হবিগঞ্জ ও রাজশাহীতে নুতন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment