জেরুসালেমে গির্জার সম্পত্তি বাজেয়াপ্ত, খ্রিস্টানরা ক্ষুব্ধ

জেরুসালেমে গির্জার সম্পত্তি বাজেয়াপ্ত, খ্রিস্টানরা ক্ষুব্ধ

ইসরাইল-অধিকৃত পবিত্র জেরুসালেম নগরীতে অবস্থিত খ্রিস্টানদের বেশ-কিছু গির্জার সম্পত্তি বাজেয়াপ্ত এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করেছে ইসরাইল। পৌরকর বকেয়া থাকার অজুহাতে এ ব্যবস্থা নেয় ইহুদি রাষ্ট্রটি।
জেরুসালেমে গির্জার সম্পত্তি বাজেয়াপ্ত, খ্রিস্টানরা ক্ষুব্ধএ ঘটনায় জেরুসালেমের খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে তীব্র বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা রবিবার সংবাদ সম্মেলন ডেকে ঘোষণা দেন যে পরবর্তী নির্দেশ না-দেয়া পর্যন্ত তাদের পবিত্রতম তীর্থস্থান চার্চ অব দ্য হলি সেপুলচার বন্ধ রাখা হবে। উল্লেখ্য, যীশু খ্রিস্ট এখানেই জন্মগ্রহণ করেন ও ক্রুশবিদ্ধ হন এবং পুনরুত্থিত হবেন বলে খ্রিস্টানরা বিশ্বাস করে।

 

খ্রিস্টান নেতৃবৃন্দ আরো বলেন, মনে হচ্ছে জেরুসালেমে খ্রিস্টানদের উপস্থিতি দুর্বল করতে চায় ইসরাইল। তারা গির্জার সম্পদের ওপর কর আরোপেরও তীব্র নিন্দা জানান। এদিকে জেরুসালেম নগরীর দখলদার মেয়র নির বারকাত বলেছেন, গির্জার সম্পদের ওপর আরোপিত ৬৫০ মিলিয়ন শেকল (১৮৬ মিলিয়ন ডলার) কর অনাদায়ী রয়ে গেছে, এটা বেআইনী। সূত্র : জর্দান টাইমস

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment