ডিইউজের নির্বাচন ঘিরে প্রেসক্লাবে উৎসবের আমেজ

ডিইউজের নির্বাচন ঘিরে প্রেসক্লাবে উৎসবের আমেজ

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ২০১৮ নির্বাচনকে ঘিরে জাতীয় প্রেসক্লাবে উৎসবের আমেজ বিরাজ করছে। ১৯টি পদের বিপরীতে এবারে চারটি প্যানেলে ৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ডিইউজের নির্বাচন ঘিরে প্রেসক্লাবে উৎসবের আমেজবুধবার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। শেষ হবে বিকাল পাঁচটায়। ইতোমধ্যে বিপুল সংখ্যক ভোটারের সমাগম হয়েছে। ভোটকেন্দ্রের বাইরে প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তাদের সমর্থকরা। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে চলছে ভোটগ্রহণ। সকাল ১২টা পর্যন্ত ৫০০’র বেশি ভোট জমা পড়েছে বলে জানিয়েছেন ডিইউজের বর্তমান সভাপতি শাবান মাহমুদ।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে চারজন এবং সাধারণ সম্পাদক পদে নয়জন প্রার্থীসহ ১৯টি পদে মোট ৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ৩ হাজার ২৩৩ জন ভোটার রয়েছেন। ডিইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আবু তাহের নির্বাচনী তফসিল ঘোষণা করেন গত ১৪ ফেব্রুয়ারি। এই তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment