নতুন কিউরেটর নিয়োগ দিচ্ছে বিসিবি

নতুন কিউরেটর নিয়োগ দিচ্ছে বিসিবি

বাংলাদেশের প্রধান দুই ভেন্যু নিয়ে অনেক চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উইকেট নিয়ে বেশি অস্বস্তিতে বিসিবি। ইতোমধ্যে শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দেশের সেরা দুই ভেন্যুতে যোগ হয় দুটি ডিমেরিট পয়েন্ট। তাই খুব তারাতারি নতুন কিউরেটর নিয়ে ভাবছে বিসিবি।
নতুন কিউরেটর নিয়োগ দিচ্ছে বিসিবি
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, কিউরেটর নিয়োগের একটা প্রক্রিয়া চলছে। গামিনি অনেকদিন থেকে আমাদের সাথে আছে। তার সাথে আরো দুই-একজন কিউরেটর বাইরে থেকে আনার পরিকল্পনা আছে আমাদের। গামিনিকে নিয়ে বহুদিনের পুরোনো অভিযোগ ও বিতর্ক জোরেশোরে ফিরেছে সম্প্রতি শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট আড়াই দিনে শেষ হওয়ার পর। তবে তার একক কর্তৃত্ব এবার খর্ব হতে যাচ্ছে। মিরপুরের মাঠের জন্য আরও দুই বিদেশি কিউরেটর নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

প্রধান নির্বাহী আরও বলেন, ভারতীয় কিউরেটর প্রবীণ হিঙ্গনিকার এসে আমাদের সঙ্গে দেখা করেছেন। সবকিছু ঠিক থাকলে উনি খুব শিগগিরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যোগ দেবেন। হিঙ্গনিকার এর আগে নাগপুরের বিদর্ভা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের কিউরেটর ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment