নেইমারের চোট গুরুতর, ফিরতে সময় লাগবে আট সপ্তাহ

নেইমারের চোট গুরুতর, ফিরতে সময় লাগবে আট সপ্তাহ

গত রবিবার রাতে লিগ ওয়ানের মার্সেইয়ের বিপক্ষে ম্যাচের ৭৭ মিনিটে ডান পায়ে চোট পেয়েছিলেন পিএসজি তারকা নেইমার। আগামী ৬ মার্চ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতে ম্যাচে রিয়ালের বিপক্ষে খেলবে পিএসজি। ওই ম্যাচে নেইমার খেলতে পারবে না বলে জানিয়েছেন তার বাবা নেইমার সান্তস সিনিয়র। চোট সেরে মাঠে ফিরতে নেইমারের প্রায় আট সপ্তাহ লাগতে পারে বলেও তিনি জানান।
নেইমারের চোট গুরুতর, ফিরতে সময় লাগবে আট সপ্তাহওইদিন ব্রাজিলিয়ান এই তারকার ডান পায়ের গোঁড়ালির গাট মচকে যায়। ভাঙে পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল হাড়ও। কয়েকটি সংবাদ মাধ্যম থেকে জানা যায়, বিশ্বকাপকে সামনে রেখে ঝুঁকি এড়াতে অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন নেইমার। যার কারণে প্রায় দুই মাস মাঠের বাহিরে থাকতে হবে তাকে। তবে পিএসজি কোচ জানান, এমন কোনো সিদ্ধান্ত নেননি নেইমার। রিয়ালের বিপক্ষে তার মাঠে নামার সম্ভবনা আছে বলেও জানান।

চ্যাম্পিয়ন্স লিগে সান্টিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। পিএসজির ঘরের মাঠে আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগের ম্যাচ। ফলে কোয়ার্টার-ফাইনালে উঠতে ফিরতি পর্বে কমপক্ষে ২-০ ব্যবধানে জিততে হবে প্যারিসের ক্লাবটিকে। ওইদিন ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌঁনে দুইটায়।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment