আগামী সপ্তাহে নেইমারের অস্ত্রোপচার

আগামী সপ্তাহে নেইমারের অস্ত্রোপচার

লিগ ওয়ানের ম্যাচে মার্সেইয়ের বিপক্ষে ম্যাচের ৭৭ মিনিটে ডান পায়ে চোট পেয়েছিলেন পিএসজি তারকা নেইমার। ওইদিন ব্রাজিলিয়ান এই তারকার ডান পায়ের গোঁড়ালির গাট মচকে যায়। ভাঙে পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল হাড়।
আগামী সপ্তাহে নেইমারের অস্ত্রোপচারআগামী ৬ মার্চ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতে ম্যাচে রিয়ালের বিপক্ষে নেইমারকে খেলাতে চেয়েছিলো পিএসজি। কিন্তু নেইমারের পরিবার জানায় যে, অপারেশনই করতে হবে নেইমারকে এবং তার ফিরতে সময় লাগবে প্রায় ২ মাস। নেইমারের এই অবস্থা মেনে নেননি পিএসজি কোচ উনার এমেরি। তিনি জোর করেই যেন ইনজুরড নেইমারকে খেলানোর পক্ষে ছিলেন। যা নিয়ে অনেক সমালোচনা চলছিলো। অবশেষে পিএসজি বাধ্য হয়ে নেইমারের সত্যিকারের অবস্থা জানালো।

বুধবার তারা জানালো, চোটের জন্য ব্রাজিল যাবেন নেইমার। সেইখানেই হবে তার অস্ত্রোপচার। যার কারণে পিএসজির পরবর্তী ম্যাচ গুলোতে পাওয়া যাবে না নেইমার। আগামী সপ্তাহে নেইমারের অস্ত্রোপচার করবেন ব্রাজিলের ডাক্তার রদ্রিগো লাসমার ও তার সঙ্গে থাকবেন পিএসজির ডাক্তার অধ্যাপক সাইল্যান্ট।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment