যুক্তরাষ্ট্র অলিম্পিক কমিটির সিইও’র পদত্যাগ

যুক্তরাষ্ট্র অলিম্পিক কমিটির সিইও'র পদত্যাগ

যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটির সিইও (ইউএসওসি) স্কট ব্ল্যাকমুন পদত্যাগ করেছেন। অসুস্থতা দেখিয়ে তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
যুক্তরাষ্ট্র অলিম্পিক কমিটির সিইও'র পদত্যাগ২০১০ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্র অলিম্পিক কমিটির সিইও হিসেবে যোগ দেন স্কট ব্ল্যাকমুন। তবে যুক্তরাষ্ট্রের অলিম্পিক জিমনাস্টিক টিমের ফিজিশিয়ান ল্যারি নাসেরের যৌন নিপীড়নের কাহিনি প্রকাশ হয়ে পড়লে তার ওপর দায়িত্ব ছেড়ে দেবার চাপ আসতে থাকে। সেই চাপের কাছেই নতিস্বীকার করে দায়িত্ব ছাড়েন স্কট ব্ল্যাকমুন। তবে মুখে বলছেন শরীর খারাপের কাহিনি।

ব্ল্যাকমুনের পদে এই মুহূর্তে ভারপ্রাপ্ত হিসেবে বসছেন সুজানে লিওনস। সুজানে ২০১০ সাল থেকে যুক্তরাষ্ট্র অলিম্পিক কমিটির বোর্ড মেম্বার হিসেবে নিযুক্ত ছিলেন। এর আগে তিনি ল্যারি নাসেরের যৌন নিপীড়নের অভিযোগ তদন্তে যুক্ত ছিলেন। সূত্র : আরটি

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment