বর্তমান সরকার সাংবাদিকদের স্বার্থ বিরোধী কোন পদক্ষেপ নেবে না- ওবায়দুল কাদের

বর্তমান সরকার সাংবাদিকদের স্বার্থ বিরোধী কোন পদক্ষেপ নেবে না -- ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামীলীগ সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। এ সরকার সংবাদপত্র ও সাংবাদিক বান্ধব সরকার। সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এ সরকারের প্রধান ও মাননীয় প্রধানমন্ত্রী সব সময় সজাগ রয়েছেন।
বর্তমান সরকার সাংবাদিকদের স্বার্থ বিরোধী কোন পদক্ষেপ নেবে না -- ওবায়দুল কাদেরতিনি বৃহস্পতিবার সকাল ১০ টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ সরকারী মুজিব কলেজ শিক্ষক মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক সমিতি-বাসাস নেতৃ বৃন্দের সাথে আলোচনায় এ বক্তব্য রাখেন। এ সময় সাংবাদিক সমিতি বাসাসের মহা-সচিব মনিরুজ্জামান চৌধুরী, স্টিয়ারিং কমিটির  মেম্বার নাসির উদ্দিন বাদল,  সদস্য মোজাম্মেল হোসেন, সদস্য আ.স.ম. হোসাইন উদ্দিন,সরকারী মুজিব কলেজের অধ্যক্ষ জিয়াউদ্দিন চৌধুরী,কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আনোয়ার তোহা ও  সাধারন সম্পাদক জাফর উল্যা পলাশ সহ নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment