ফেনীতে এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার

ফেনীতে এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার

ফেনী প্রতিনিধি :
ফেনীতে রিন সুলতানা রত্না (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নাজির রোড় এলাকার আনোয়ার উল্লাহ সড়কে একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই দিন বিকালে নিহত রত্নার মা সালমা আক্তার পাশের বাসায় যায়। পরে সন্ধ্যার দিকে বিছানার উপর মেয়ের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে আত্মচিৎকার করে ওঠে। চিৎকারে আশপাশের মানুষজন ছুটে আসে। পরে স্থানীয়রা পুলিশ খবর দিলে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে প্রেরণ করেন। নিহত রত্মা এবার ফেনী পৌর ববালিকা বিদ্যানিকেতন থেকে ব্যবসায়
ফেনীতে এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধারবিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তার পিতা আনিসুল হক দীর্ঘদিন ধরে সৌদি আরব অবস্থান করছে। দুই বোনের মধ্যে রত্মা ছোট। তারা ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের কাটা মোকারক ঘোনা গ্রামের মাহবুব সওদাগর বাড়ীর বাসিন্দা। ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) মো. রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment