হাতাহাতিতে স্থগিত ঢাকা আইনজীবী সমিতির ভোট গণনা

হাতাহাতিতে স্থগিত ঢাকা আইনজীবী সমিতির ভোট গণনা

আওয়ামী লীগ এবং বিএনপিপন্থী আইনজীবীদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির কারণে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গণনা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টা থেকে ভোট গণনা শুরু হলে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
হাতাহাতিতে স্থগিত ঢাকা আইনজীবী সমিতির ভোট গণনাএ ঘটনায় আওয়ামীপন্থী আইনজীবী প্যানেলের সভাপতি পদপ্রার্থী আবদুর রহমান হাওলাদার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপিপন্থী আইনজীবীরা আবদুর রহমান হাওলাদারকে লাঞ্ছিত করা হয়েছে বলে দাবি করেছেন তার সমর্থকরা।

এদিকে এ ঘটনায় ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা জেলার প্রধান সরকারি কৌঁসুলি খন্দকার আবদুল মান্নানও অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা আইনজীবী সমিতির ২০১৭-২০১৮ বছরের নির্বাচনের ভোট গ্রহণ হয় গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারি। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোট গণনার কথা ছিল।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment