সাকিবকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো হচ্ছে

সাকিবকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো হচ্ছে

ইনজুরির কারণে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নিদাহাস ট্রফিতে অংশ নিতে পারবেন না টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। উন্নত চিকিৎসার জন্য তাকে অস্ট্রেলিয়ায় পাঠানো হচ্ছে। শনিবার এমনটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছিল সাকিব আল হাসানকে।
সাকিবকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো হচ্ছেসাকিব আল হাসান না থাকায় নিদাহাস ট্রফিতে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। এর আগে সাকিব আল হাসান না থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করেন রিয়াদ।

গত ২৭ জানুয়ারি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল ম্যাচে ফিল্ডিং করার সময় হাতের আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। সেই ইনজুরি থেকে তিনি এখনও সেরে ওঠেননি। ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট হতে তার আরও বেশ কিছুদিন সময় লাগবে।

নিদাহাস ট্রফির দলে প্রথমে সাকিবকে রাখা হয়েছিল। ভাবা হয়েছিল, তিনি এই সিরিজে খেলতে পারবেন। কিন্তু পরে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে সাকিববে দলের বাইরে রাখা হয়েছে। তার জায়গায় দলে নেয়া হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাসকে।

আগামী ৬ মার্চ কলম্বোতে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা-ভারত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের লিগ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এরপর পয়েন্ট টেবিলে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা দল দুইটি ফাইনালে মুখোমুখি হবে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment