কলম্বোর উদ্দেশ্য ঢাকা ছাড়লো বাংলাদেশ দল

কলম্বোর উদ্দেশ্য ঢাকা ছাড়লো বাংলাদেশ দল

৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারতকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করেছে শ্রীলঙ্কা। আগামী ৬ মার্চ শুরু হতে যাওয়া টুর্নামেন্টের নাম রাখা হয়েছে ‘নিদাহাস ট্রফি ২০১৮’। সিরিজটিতে অংশ গ্রহণ করতে আজ দুপুর ১ টার ফ্লাইটে কলম্বোর উদ্দেশ্য দেশ ছেড়েছে টাইগাররা।
কলম্বোর উদ্দেশ্য ঢাকা ছাড়লো বাংলাদেশ দলইনজুরির জন্য এই সিরিজ থেকেও দল থেকে ছিটকে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান। তাই আসন্ন সিরিজে বাংলাদেশের হয়ে অধিনায়কের দায়িত্বে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর সাকিবের প্রতিবর্তে দলে ডাক পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। আগামী ৬ তারিখে সিরিজের প্রথম দিনে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে ভারত। আর আগামী ৮ তারিখে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ দল

মাহমুদউল্লাহ রিয়াদ, (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, লিটন দাস, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, নাজমুল অপু, নুরুল হাসান সোহান এবং মেহেদী হাসান মিরাজ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment