৬৬ বলে সিকান্দার ১২৩, জিম্বাবুয়ে ৩৮০

৬৬ বলে সিকান্দার ১২৩, জিম্বাবুয়ে ৩৮০

জিম্বাবুয়ের মাটিতে আজ শুরু হয়েছে বিশ্বকাপ বাছাইপর্ব। টুর্নামেন্টের প্রথম দিন নেপালের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩৮০ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। ওয়ানডে ক্রিকেটে জিম্বাবুয়ের আজকের ইনিংসটি সেরা।

৬৬ বলে সিকান্দার ১২৩, জিম্বাবুয়ে ৩৮০

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে তাদের সেরা ইনিংস ছিল ৩৫১ রানের। ২০০৯ সালে কেনিয়ার বিপক্ষে তারা এই রান সংগ্রহ করেছিল। আজ সেঞ্চুরি করেছেন জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর ও সিকান্দার রাজা। ৯১ বল খেলে ১০০ রান করে আউট হন ব্রেন্ডন টেইলর। ৬৬ বল খেলে ১২৩ রান করেন সিকান্দার রাজা। এই রান করার পথে সাতটি চার ও নয়টি ছক্কা হাঁকান তিনি।

টেইলর-সিকান্দার ছাড়াও ভালো ইনিংস খেলেছেন সলোমান মায়ার ও কেফাস ঝুওয়াও। ৪১ বল খেলে ৫২ রান করেন সলোমন মায়ার। নেপালের পক্ষে সম্পাল কামি ২টি, বাসান্ত রেগমি ২টি, ললিত রাজবানশি ১টি ও সন্দীপ লামিচানে ১টি করে উইকেট নেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment