উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হবে: প্রধানমন্ত্রী

উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হবে: প্রধানমন্ত্রী

বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে দাবি করে এর ধারাবাহিকতা বজায় রাখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ার লক্ষ্য পূরণ করা সম্ভব হবে।

উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হবে: প্রধানমন্ত্রী

১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের স্মরণে একই ময়দানে বুধবার বিকালে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এই কথা বলেন প্রধানমন্ত্রী।

৪৩ মিনিটের বক্তব্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, বাংলাদেশের স্বাধীনতা, বঙ্গবন্ধু হত্যা, দেশে সামরিক শাসন জারি, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলে স্বাধীনতাবিরোধীদেরকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা, বর্তমান সরকারের আমলের উন্নয়নের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

কেন আওয়ামী লীগের আমলে উন্নয়ন হয়, আর অন্যরা কেন তা পারে না, সেই বিষয়টিও বিবেচনা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সরকারের উন্নয়ক কর্মকাণ্ড দেশবাসীর কাছে তুলে ধরতে নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দেন শেখ হাসিনা। বলেন, ‘আপনারা গ্রামে গঞ্জে প্রতিটি পাড়া মহল্লায় যে উন্নয়নের কাজ করেছি, মানুষের কাছে তুলে ধরবেন। ভবিষ্যতের যে কাজগুলো করছি, সেগুলো তুলে ধরবেন।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment