চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে লিভারপুল

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে লিভারপুল

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি লেগে ঘরের মাঠে পোর্তোর বিপক্ষে গোলশূন্য ড্র করে লিভারপুল। যদিও প্রথম লেগে পোর্তোর মাঠে ৫-০ গোলে জয় পায় লিভারপুল। সেই জয়ে মোটামুটি নিশ্চিত ছিলো কোয়াটার ফাইনাল। এই দিনের ম্যাচে দলের তিন জনকে বিশ্রামে রাখেন লিভারপুল। ২০০৯ সালের পর পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে উঠলো ক্লাবটি।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে লিভারপুল

প্রথমার্ধে টানা ৩টি শট নিয়েও কাজে লাগাতে পারেননি সাদিও মানে-ফিরমিনোরা। অন্যদিকে পোর্তোর একটি শট রুখে দেন লিভারপুলের গোলকিপার কারিউস। যার কারনে দুই দলেরই প্রথমার্ধে কাটে বেশ হতাশায়।

ম্যাচের ৭৪তম মিনিটে মানের পরিবর্তে মাঠে নামেন মোহাম্মদ সালাহ। কিস্তু তিনিও এইদিন বেশ সুযোগ তৈরি করতে পারেননি।

৮৩তম মিনিটে ফাকায় পেয়ে একটি দারুণ শট করেন সালাহর। কিন্তু তার শট গোলবারের বাইরে দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধের সবটা সময় তুমুল লড়াইয়ে কোনদলই ব্যবধান গড়তে পারেনি। ফলে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুদলকে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment