ফেনীতে দুই নকল আচার তৈরী কারখানাকে দেড় লক্ষ টাকা জরিমানা

ফেনীতে দুই নকল আচার তৈরী কারখানাকে দেড় লক্ষ টাকা জরিমানা

ফেনী প্রতিনিধি :
ফেনীতে দুই নকল আচার কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার শহরের তাকিয়া রোড  এলকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
ফেনীতে দুই নকল আচার তৈরী কারখানাকে দেড় লক্ষ টাকা জরিমানা
আদালত সূত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণে শহরে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এসময় তাকিয়া রোডে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য আচার প্রস্তুত করায় অপরাধে রিহান ফুড প্রডাক্টস’র মালিক আলী মর্তুজাকে (৩৪) ৫০ হাজার টাকা ও নূর ফুড প্রোডাক্টস ম্যানেজার আবুল কালামকে (৩৮) ১ লাখ টাকা জরিমানা করেন। এ দুটি প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমান নকল আচার জব্দ করে পুড়িয়ে ফেলে ভ্রাম্যমান আদালত।

অভিযানে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে জেলা প্রশাসন সোচ্চার। এটি নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment