শান্তিতে ঘুমাতে হলে জাতীয় পার্টির বিকল্প নেই : এরশাদ

শান্তিতে ঘুমাতে হলে জাতীয় পার্টির বিকল্প নেই : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, চালের দাম কমাতে হলে, মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে, শান্তিতে ঘুমাতে হলে, জাতীয় পার্টি ছাড়া বিকল্প কোনো দল নেই।

শান্তিতে ঘুমাতে হলে জাতীয় পার্টির বিকল্প নেই : এরশাদ

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে কোনো মানুষই শান্তিতে নেই। গুম-হত্যা বেড়েই চলেছে। দেশে শান্তি ফিরেয়ে আনতে জাতীয় পার্টির বিকল্প নেই। বুধবার গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশীদ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, পরিবেশ ও বন বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অবসরপ্রাপ্ত মেজর খালেদ আখতার, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারি ও গাইবান্ধা জেলা সম্পাদক রাগিব হাসান চৌধুরী হাবুল।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment