শোয়েব মালিকের অন্যরকম ট্রিপল সেঞ্চুরি

শোয়েব মালিকের অন্যরকম ট্রিপল সেঞ্চুরি

টি-টোয়েন্টি ফরমেটে খেলার ট্রিপল সেঞ্চুরি করলেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক।

শোয়েব মালিকের অন্যরকম ট্রিপল সেঞ্চুরি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানসের হয়ে বুধবার মাঠে নেমেই প্রথম পাকিস্তানি হিসেবে এই ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়লেন শোয়েব। পিএসএলে এবার মুলতানের নেতৃত্বেও রয়েছেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে সফল অধিনায়কও পাকিস্তানের এই অলরাউন্ডার।

৩৬ বছর বয়সী মালিক জাতীয় দলসহ ১৫টি দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন। ১৩ বছরের ক্যারিয়ারে তিনি ঘরোয়া ক্রিকেটেও বেশ কয়েকটি দলের হয়ে খেলেছেন। টি-টোয়েন্টিতে বিভিন্ন দলকে এ পর্যন্ত ৯৭ বার নেতৃত্ব দিয়েছেন তিনি। এতে তার জয়ের রেকর্ড ৬৯ শতাংশ।

বিশ্বজুড়ে টি-টোয়েন্টি খেলা মালিক এই ফরম্যাটে পাকিস্তানিদের মধ্য সবচেয়ে বেশি রান করেছেন। সবমিলিয়ে এ পর্যন্ত ৭৬৫৪ রান করেছেন তিনি। শোয়েব মালিক এ পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, করাচি কিংস, মুলতান সুলতানস, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, শিয়ালকোট রিজিওন এবং শিয়ালকোট স্ট্যালিয়নস, পাকিস্তানের মতো দলকে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment