জগন্নাথপুরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন প্রতিমন্ত্রী মান্নান

জগন্নাথপুরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন প্রতিমন্ত্রী মান্নান

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :-
সু-শিক্ষা অর্জনের মাধ্যমে আধুনিক নাগরিক গড়ে তোলার লক্ষ্যে আওয়ামীলীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করছি। আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার। এ সরকারের ধারাবাহিক উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে এবং সেই লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য উদ্যত আহবান জানিয়েছেন প্রতিমন্ত্রী এম এ মান্নান।

শুক্রবার (৯ ই মার্চ) বিকালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলাধীন সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে ৭৪ লাখ ৫০ হাজার টাকা ব্যায় সাপেক্ষে ৪র্থ তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ রশীদ আহমদের সভাপতিত্বে ও অভিভাবক কমিটির সদস্য তাজ উদ্দিন আহমদ এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড.এ,কে আব্দুল মোমিন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ, সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ শায়েখ আহমদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী, সৈয়দপুর কলেজের প্রিন্সিপাল আব্দুর রহমান প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment