৭ মার্চে যৌন হয়রানির সত্যতা মিলেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৭ মার্চে যৌন হয়রানির সত্যতা মিলেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
ঐতিহাসিক ৭ মা‌র্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের জনসভার দিন ঢাকার নিউ ইস্কাটন এলাকায় নারী লাঞ্ছনা ও যৌন হয়রানির ঘটনা সত্যতা পাওয়া গেছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ রোববার রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড ক‌লে‌জের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌নে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘৭ মার্চের দিন ওই মেয়েটিকে কয়েকজন ওড়না ধরে টানাটানি করেছে এ ঘটনা সত্য। ভিডিও ফুটেজ দেখেছি, সেখানে দেখা গেছে। পুলিশ ওই মেয়ের পরিবারের সঙ্গেও যোগাযোগ করেছে।’ যারা এ ধর‌নের কাজ ক‌রে‌ছে তাদের শা‌স্তির আওতায় আনা হ‌বে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সে‌দিন সমা‌বে‌শে নারী-পুরু‌ষের ঢল নে‌মে‌ছিল। কারা, কোন উদ্দেশে এমন কাজ করল সে‌টি আমা‌দের বের কর‌তে হ‌বে।’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর দলটি আন্দোলন প্রসঙ্গে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, শান্তিপূর্ণ আন্দোলন করেছে বিএনপির এমন কাউকেই গ্রেপ্তার করা হয়নি। যারা বিভিন্ন সময় জ্বালাও-পোড়াও রাজনীতি করেছে, ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment