চৈত্র সংক্রান্তিতে ৩ জুয়াড়ির কারাদণ্ড

চৈত্র সংক্রান্তিতে ৩ জুয়াড়ির কারাদণ্ড

লালমনিরহাটের কালীগঞ্জে চৈত্র সংক্রান্তির মেলায় জুয়ার আসর বসালে ৩ জুয়াড়িকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান এ সাজা দেন।

 

সাজাপ্রাপ্তরা হলেন, কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বান্দেরকুড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে রুহুল আমিন(৩২), আদিতমারী উপজেলার জাহেদুল ইসলামের ছেলে শাহীন মিয়া(৩৫) ও কুড়িগ্রাম সদর উপজেলার সওদাগর পাড়ার নাসির উদ্দিনের ছেলে শামীম মিয়া(৩৮)।

 

কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানান, উপজেলার চলবলা ইউনিয়নের বান্দের কুড়া গ্রামে কালীকুড়ায় চৈত্র সংক্রান্তির মেলা বসে। সেখানে জুয়াড়িরা আসর বসালে থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামসহ ৩ জুয়াড়িকে আটক করে।

 

পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। নিজেদের দোষ স্বীকার করলে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

 

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন বলেন, সাজাপ্রাপ্তদের লালমনিরহাট কারাগারে পাঠানো হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment