পারিবারিক কবরস্থানে দাফন হলো আজাদ

পারিবারিক কবরস্থানে দাফন হলো আজাদ

আফ্রিকার মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবুল কালাম আজাদের কফিন শুক্রবার সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার নিজ বাড়িতে পৌঁছেছে। পারিবারিক কবরস্থানে সামরিক মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।

 

সকাল ১১টায় হেলিকপ্টার যোগে নাজিরপুর স্টেডিয়ামে পৌঁছায়। এ সময় সেনাবাহিনীর কাছ থেকে তার সন্তান ও স্বজনরা আজাদের কফিন গ্রহণ করেন। এ সময় কান্নায় ভেঙ্গে পরে আজাদের পরিবারের স্বজনেরা ।

 

এরপর নাজিরপুর থেকে আজাদের কফিন কলারদোয়ানীতে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর জানাজা শেষে সামরিক মর্যাদায় পারিবারিক কবরস্থানে আজাদকে দাফন করা হয়।

 

প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি বুধবার আফ্রিকার মালিতে মাইন বিস্ফোরণে নিহত হন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবুল কালাম আজাদ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment