ইয়েমেনে যুদ্ধ অবসানে গোপন আলোচনা !

ইয়েমেনে যুদ্ধ অবসানে গোপন আলোচনা !

ইয়েমেনে যুদ্ধ অবসানের লক্ষ্যে সউদি আরব ও হুথি বিদ্রোহীদের গত কয়েক মাস ধরে গোপন আলোচনা চলছে।

 

ইয়েমেনী কর্মকর্তা ও কূটনীতিকদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। এতে বলা হয়, নাম প্রকাশ না-করার শর্তে সূত্রগুলো জানিয়েছে, হুথি বিদ্রোহীদের মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালাম ও সউদি কর্মকর্তাদের মধ্যে প্রতিবেশী দেশ ওমানে গত দু’মাস ধরে এ আলোচনা চলছে। তবে আলোচনায় ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কোনো প্রতিনিধি অংশ নিচ্ছেন না।

 

রয়টার্সকে একজন কূটনীতিক জানান, এটা পরিষ্কার যে, হুথি বিদ্রোহী দল এবং সউদি নেতৃত্বাধীন কোয়ালিশন উভয় পক্ষই স্থায়ী চুক্তিতে উপনীত হতে চাচ্ছে।

 

হুথি বা সউদি – কোনো পক্ষ থেকেই খবরটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

 

উল্লেখ্য, ইয়েমেনে তিন বছর ধরে গৃহযুদ্ধ চলছে। এতে আনুমানিক ১০ হাজার লোক নিহত এবং কয়েক লাখ মানুষ বাস্তুহারা হয়েছে। আর ছড়িয়ে পড়েছে নানা রোগ-ব্যাধি। সূত্র আল জাজিরা

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment