পিএসএলে ভয়ংকর সহিংসতায় জড়ালেন দুই ক্রিকেটার

খেলার মাঝে ক্রিকেটারদের মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতি নতুন কিছু নয়। এজন্য নানা রকমের শাস্তির মুখেও পড়তে হয় তাদের। কিন্তু এবার পাকিস্তান সুপার লিগে যা ঘটল, তা ক্রিকেট ইতিহাসে অনেকটা বিরল। গতকাল দুবাইয়ের শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পিএসএলের খেলা চলাকালে সোহাইল খান এবং ইয়াসির শাহের মধ্যে যা ঘটল তার ফলাফল ভয়াবহও হতে পারত। গতকাল পিএসএলের ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে লড়াই করতে নামে লাহোর কালান্দার্স। কোয়েটার ইনিংসের যখন ১৯তম ওভারে তখন বল হাতে কালান্দার্সের পেসার সোহাইল খান। ওভারের চতুর্থ বলটি করার আগে ফিল্ডিং পজিশন পাল্টানোর সিদ্ধান্ত নেন সোহাইল খান। এরপর ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের ফিল্ডার ইয়াসির শাহর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন সোহাইল। হাত উঁচিয়ে ইশারা করেন। কিন্তু ইয়াসির সেটা খেয়াল করেননি। তারপর মেজাজ ঠিক না রাখতে পেরে ইয়াসিরের গায়ের দিকে তাক করে জোরে বলটা ছুড়ে মারেন সোহাইল। কিন্তু ভাগ্য সহায় থাকাতে বলটা ইয়াসির শাহর গায়ে বা মাথায় পড়েনি। বলটা গিয়ে পড়ে সীমানার বাহিরে। তাতে বড় বেচে যায় ইয়াসির শাহ। তারপর ব্রেন্ডন ম্যাককালাম এসে তাদের মধ্যেকার ঝামেলা বন্ধ করেন। পরবর্তীতে খেলা শেষে কেউ কারও সঙ্গে হাতও মেলায়নি।

খেলার মাঝে ক্রিকেটারদের মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতি নতুন কিছু নয়। এজন্য নানা রকমের শাস্তির মুখেও পড়তে হয় তাদের। কিন্তু এবার পাকিস্তান সুপার লিগে যা ঘটল, তা ক্রিকেট ইতিহাসে অনেকটা বিরল। গতকাল দুবাইয়ের শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পিএসএলের খেলা চলাকালে সোহাইল খান এবং ইয়াসির শাহের মধ্যে যা ঘটল তার ফলাফল ভয়াবহও হতে পারত।

গতকাল পিএসএলের ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে লড়াই করতে নামে লাহোর কালান্দার্স। কোয়েটার ইনিংসের যখন ১৯তম ওভারে তখন বল হাতে কালান্দার্সের পেসার সোহাইল খান। ওভারের চতুর্থ বলটি করার আগে ফিল্ডিং পজিশন পাল্টানোর সিদ্ধান্ত নেন সোহাইল খান। এরপর ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের ফিল্ডার ইয়াসির শাহর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন সোহাইল। হাত উঁচিয়ে ইশারা করেন। কিন্তু ইয়াসির সেটা খেয়াল করেননি। তারপর মেজাজ ঠিক না রাখতে পেরে ইয়াসিরের গায়ের দিকে তাক করে জোরে বলটা ছুড়ে মারেন সোহাইল।

কিন্তু ভাগ্য সহায় থাকাতে বলটা ইয়াসির শাহর গায়ে বা মাথায় পড়েনি। বলটা গিয়ে পড়ে সীমানার বাহিরে। তাতে বড় বেচে যায় ইয়াসির শাহ। তারপর ব্রেন্ডন ম্যাককালাম এসে তাদের মধ্যেকার ঝামেলা বন্ধ করেন। পরবর্তীতে খেলা শেষে কেউ কারও সঙ্গে হাতও মেলায়নি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment