সাকিবের ভয়ঙ্কর রুপ, রেগে মেগে মাঠে নেমে পড়লেন

সাকিবের ভয়ঙ্কর রুপ, রেগে মেগে মাঠে নেমে পড়লেন

শেষ ওভারে ঘটে যায় অপ্রীতিকর একটি ঘটনা। মাথার উপরে বাউন্স বল নো-বল না ডাকায় কথাকাটি শুরু হয় মাঠের মধ্য। নিশ্চিত নো-বল না ডাকায় সাকিব আল হাসান রেগে মেগে মাঠে নেমে পড়েন।

এক পর্যায়ে তৃতীয় আম্পায়ার এসে বিষয়টা মেটানোর চেষ্টা করেন। শ্রীলঙ্কার সাবেক এক ক্রিকেটারও সাকিবকে বুঝিয়ে ফেরানোর চেষ্টা করেন। কিছুক্ষণ পর ফের খেলা শুরু হয়।

এই ঘটনার পরেই জ্বলে উঠেন দলীয় অধিনায়ক। কেন তাদেরকে টাইগার বলা হয় প্রমাণ দেখান। এবং নিজেদের জাত চিনিয়ে লঙ্কানদের কাছ থেকে জয় ছিনিয়ে নেয় টাইগাররা।

 

সেমিফাইনাল মনে হয় একেই বলে। নিরদাস ট্রফির ফাইনালে ওঠার লড়াই টানটান উত্তেজনাকর মুহুর্তের সাক্ষী থাকলো পুরো বিশ্ব। কখন বাংলাদেশ কখন শ্রীলঙ্কা, এই অবস্থার মধ্য ১৭.৩ ওভারে সাকিবের আউটটা যেন অপূরণীয় ক্ষতি টাইগার শিবিরে।

সেই ক্ষতি পুরণে অধিনায়ক মাহমুদুল্লাহ মেহেদি হাসানকে নিয়ে লড়াই শুরু করেন। ১৯ ওভারের মাথায় মেহেদি রান আউট যেন আরো বড় একটা ধাক্কা। স্কোর বোর্ড তখনও দেখাচ্ছে ৬ বলে ১২ রান। শেষ ওভারে মুস্তাফিজের রান আউট হওয়ার পরে এবং মাহমুদুল্লাহর অভিজ্ঞতাই যেন কাজে লাগলো। একাই শেষ দুই বলে এক চার ও এক ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়ে দিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment