রিয়াদের লক্ষ্য এক, আমার লক্ষ্য আরেক: সাকিব

রিয়াদের লক্ষ্য এক, আমার লক্ষ্য আরেক: সাকিব

গতকাল অনেক রাতে ম্যাচ শেষ হয়েছে। যে কারণে আজ অনুশীলন ছিল না। তবে সাকিব প্রেমদাসার আউটডোর নেটে প্রায় ৪০ মিনিট ব্যাটিং প্রাকটিস করলেন বিকালে। গতকাল ব্যাট করতে নেমেছেন ৬ নম্বরে। বল করেছেন ২ ওভার। ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর ফিরেছেন, এ কারণেই হয়তো পুরো এ্যাফোর্ট দেননি বা দিতে পারেননি। তবে অনুশীলনে যেভাবে ব্যাট চালালেন তাতে ফাইনালে ১০০ শতাংশ সাকিবকেই পাওয়া যাবে বলে মনে হলো।

অনুশীলন শেষে আসেন সংবাদ সম্মেলনে।উত্তর সেরে ফেললেন অল্প কথায়। জানালেন, কালকের ম্যাচ নিয়ে রিলাক্স রয়েছে পুরো দল। কোনো রকম চাপটাপের মধ্যে নেই তারা।

সাকিব বলেন,‘ দেখেন, কালকের ফাইনাল নিয়ে আমরা এখনও কোনো আলোচনাই করিনি। দলের কোনো মিটিং হয়নি। গতকাল একটা ম্যাচ খেলেছি। কালকে একটা ম্যাচ আছে। ব্যস। এর বাইরে কোনো কিছু ভাবতে চাই না। আমরা সবাই রিলাক্স আছি। কোনা চাপ নেই। এই অবস্থায় থাকতে পারলে আশা করি ভালো কিছু হবে।’

কোনো টুর্নামেন্টে এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ।ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে। টুর্নামেন্টের আগে মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য ফাইনালে খেলার লক্ষ্যের কথাই জানিয়েছিলেন। সেই ফাইনালে ওঠেছে দল। এখন আপনি অধিনায়ক। আপনার লক্ষ্যটা কি?

সাকিব বলেন,‘ দেখেন, একেক জনের একেক রকমের লক্ষ্য। রিয়াদ ভাই অধিনায়ক থাকার সময় এক লক্ষ্য ‍ছিল। এখন আমি অধিনায়ক। এখন আবার আবার আরেক লক্ষ্য। সবার লক্ষ্য তো আর এক হবে না। আর বুঝতেই পারছেন লক্ষ্যটা কি।’

ভারতের বিপক্ষে গত দুটি ম্যাচেই হারতে হয়েছে। এর আগেও ফাইনালে ভারতের সঙ্গে পেরে ওঠেনি টাইগাররা। রোহিত শর্মাদের মতো বড় মাপের খেলোয়াড় আছে ওদের। আইপিএল খেলার কারণে ভারতীয় খেলোয়াড়দের সম্বন্ধে আপনার নিশ্চয়ই ভালো জানা। বিশেষ কোনো পরিকল্পনা করা হয়েছে কীনা তাদের নিয়ে?

সাকিবের উত্তর,‘ দেখেন , কম্পিউটারের এই যুগে এখন সবাই সবার সম্বন্ধে ভালো জানে। ওদের কীভাবে আটকানো যায়, আমাদের সেভাবেই বল করতে হবে। আর আমাদের ‍শুরুটা ভালো করতে হবে। এরপর মমেন্টামটা ধরে রাখতে হবে। আর এটা যদি করা যায়, তাহলে ভালো কিছু হবে আশা করি।’

গত ম্যাচগুলো টস বড় একটা রুল প্লে করেছে। গত দুই দিনের আকাশ ভালো ছিল। আজ দুপুরের পর আবার ভরে গেছে মেঘে। এমন আবাহওয়ায় টস গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। কিন্তু টস নিয়ে সাকিব তেমন ভাবছেনই না। বললেন,‘ দেখেন, উইকেট বেশ ভালো। আগে ব্যাট করলে ভালো এটা টার্গেট দাঁড় করাতে হবে। আর আগে বল করলে সেভাবে বোলিং করতে হবে। আমার মনে হয়, দুই সেশনেই এখানে ব্যাট করা কঠিন কিছু নয়। টসি নিয়ে খুব একটা ভাবছি না। আসলে কোনো কিছু নিয়েই ভাবতে চাই না।’

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment