সিরাজদিখানে প্রতীকী শিশু বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত

সিরাজদিখানে প্রতীকী শিশু বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
সিরাজদিখানে জাতীয় শিশু দিবস উপলক্ষে ছিন্নমূল শিশু ও স্থানীয় শিশুদের নিয়ে প্রতীকী ‘শিশু বিশ্বকাপ ফুটবল’ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপচেলার বালুচর ইউনিয়নে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে লিডিং ইউথ বাংলাদেশের আয়োজনে খাসমহল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে প্রায় ৩ শতাধিক শিশুদের নিয়ে প্রতীকীতে ৩২ দলে শিশু বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয় এবং এই ৩ শতাধিক শিশুদের দুপুরের খাবারের ব্যবস্থা করে খেলার আয়োজক কমিটি । প্রতিটি শিশুর বয়স ছিল ১ থেকে ৯ বছরের মধ্যে ।
ধ্রুব ফান্ডেশনের সভাপতি ও আয়োজন কমিটির পক্ষে আহবায়ক আবু কাওসার প্রধানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইটালি প্রবাসী সাবেক ফুটবলার সুমন সরকার, স্বপ্নসিঁড়ি সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান মাহমুদুর রহমান উজ্জল, সাংবাদিক মো. নাজমুল মোল্লা, মোল্লাকান্দি সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, ওমর ফারুক বাউল, ইউথ ফান্ডেশনের বায়োজিদ খান, অগ্রবাণী তরুণ সংঙ্গের সভাপতি রুবেল মুন্সী প্রমুখ। উক্ত ব্যতিক্রমী এই খেলা দেখতে স্থানীয় নারী পুরুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment