ফুটেজেও মেলেনি ড্রেসিংরুমের কাচ ভাঙার প্রমাণ

ফুটেজেও মেলেনি ড্রেসিংরুমের কাচ ভাঙার প্রমাণ

নিদাহাস ট্রফির শুক্রবারের ম্যাচটিকে নিয়ে সমালোচনা এখনো চলছে। শ্রীলঙ্কার বিপক্ষে ‘ডু অর ডাই’ ম্যাচে টানটান উত্তেজনায় শেষে এক বল হাতে রেখেই জিতে বাংলাদেশ। কিন্তু ম্যাচের শেষের দিকে নো-বল আর ড্রেসিংরুমের দরজা ভাঙা নিয়ে অনেক ঝামেলার জন্ম নেয়।

ম্যাচের ২০তম ওভারে উদানার পরপর দুটি বল বাউন্সার হলে ‘নো’ বল দেন লেগ আম্পায়ার। কিন্তু শ্রীলঙ্কা নো বলের বিরুদ্ধে আপিল করলে আবার নো বল বাতিল করেন আম্পায়ার। এতেই ঝামেলার তৈরি হয়। ক্ষেপে যান বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব। খেলা বর্জন করার সিদ্ধান্ত নেন। তবে শেষের দিকে ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের কথায় ক্রিজে থেকে যান  থাকা রিয়াদ। পরের তিন বলে ১২ রান নিয়ে বাংলাদেশকে এক নাটকীয় জয় উপহার দেন রিয়াদ।

তারপরে দলের সব সদস্যরা ‘নাগিন ডান্স’ দিয়ে এ জয় উদযাপন করেন। কিন্তু ম্যাচ জেতার পর উত্তেজনা ছড়িয়ে যায় বাংলাদেশের ড্রেসিং রুমে। ম্যাচ শেষে দেখা যায় বাংলাদেশ দলের ড্রেসিং রুমের কাচ ভাঙা।

পরে রেফারিরা তদন্ত করতে সিসিটিভির সাহায্য নেন। কিন্তু জানা যায় ড্রেসিং রুমের দৃশ্য সিসিটিভি ধারণ করতে পারেনি। তবে প্রত্যক্ষদর্শী জানান, ম্যাচ জয়ের পর উদযাপনে নয়, দলের এক সিনিয়র ক্রিকেটার ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গেই ধাক্কা দিয়ে এটি করেন। তবে নাম প্রকাশ করেননি কোন ক্রিকেটারের। প্রত্যক্ষদর্শীর রিপোর্ট অনুযায়ী কোন প্রকার পদক্ষেপ নিতে রাজি নন ম্যাচ রেফারি ব্রড। অফিশিয়াল রিপোর্ট পাওয়ার পরই অ্যাকশনে যাবেন তিনি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment