প্রধান কোচ হিসেবে ওয়ালশকেই চান সুজন

প্রধান কোচ হিসেবে ওয়ালশকেই চান সুজন

অনেকদিন ধরেই কোচহীনতায় ভুগছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘরের মাঠের সিরিজে খারাপ করার পরে নিদাহাস ট্রফিতে প্রধান কোচ হিসেবে বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে দায়িত্ব দেয়া হয়। তার অধীনে শ্রীলঙ্কায় একটি সফল সফর করে আসে টাইগাররা। তাই জাতীয় দলের ম্যানেজার ও টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ওয়ালশকেই টাইগারদের প্রধান কোচ হিসেবে দেখতে চান।

বৃহস্পতিবার মিডিয়ার সাথে আলাপ কালে ওয়ালশকে দারুণ এবং একজন সৎ মানুষ হিসেবে ব্যাখ্যা করেন খালেদ মাহমুদ সুজন।

 

তারপর ওয়ালশ সম্পর্কে সুজন বলেন,‘ আমার মতে  ওয়ালশকেই প্রধান কোচ করা যায়। কারণ তিনি অনেক দারুণ এবং খুব সৎ একজন মানুষ। শ্রীলঙ্কায় ক্রিকেটারদের দারুণভাবে সমর্থন দিয়েছেন তিনি। আর তার অভিজ্ঞতার তো কোন কথাই নেই, ৪০ বছর ধরে তিনি ক্রিকেটের সঙ্গে আছেন।’

অভিজ্ঞতার দিক দিয়ে ওয়ালশকে দলের পিতার মত দেখছেন সুজন। এই বিষয়ে তিনি বলেন,‘ওয়ালশ অনেক অভিজ্ঞ। বাবার মতো ফিগার। সবচেয়ে বড় কথা দলের সবাই তাকে অনেক পছন্দ করে, শ্রদ্ধা করে। সবকিছু মিলিয়ে আমার মনে শ্রীলঙ্কা সিরিজে তিনি দুর্দান্ত ছিলেন।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment