শ্রীনগরে গোলাম সারোয়ার কবীরের গণসংযোগ ও পথসভা

শ্রীনগরে গোলাম সারোয়ার কবীরের গণসংযোগ ও পথসভা

আরিফ হোসেন,শ্রীনগর প্রতিনিধিঃ-
শ্রীনগরে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক ও মুন্সীগঞ্জ-১ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবীর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গনসংযোগ ও পথসভা করেছেন। এ সময় তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের কাছে তুলে ধরেন ও আগামী সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান।
গনসংযোগের পর শুক্রবার বিকালে সিন্দুরদী গ্রামের স্থানীয় জামে মসজিদে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও হেলালউদ্দিন বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা হাজী মোঃ আবুল হাসেম বেপারীর আয়োজনে এক মিলাদ মাহফিলে অংশগ্রহন করেন। মিলাদ শেষে বিশ্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশ এবং জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। পরে দওগাঁও ও খোদাইবাড়ী রাস্তায় এক পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম খান, সহ-সভাপতি আব্দুস ছালাম সেন্টু মুক্তার, কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য ইমরান হোসেন তপু, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ রিপন মোল্লা,মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির শেখ, হেলালউদ্দিন বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মকবুল হোসেন মোল্লা, আওয়ামী লীগ নেতা সাঈদুর রহমান মানু মৃধা, আব্দুল হালিম শেখ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সাজু প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment