কুমিল্লায় এমপিওভুক্ত হচ্ছেন স্কুল-কলেজের ৩৬৫ শিক্ষক

কুমিল্লায় এমপিওভুক্ত হচ্ছেন স্কুল-কলেজের ৩৬৫ শিক্ষক

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার ৩৬৫ জনসহ স্কুল কলেজের মোট ৩৮৮১ জন নতুন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি। তারা গত কয়েক মাসে নিয়োগ পেয়ে এমপিওভুক্তির (বেতন-ভাতার সরকারি অংশ) জন্য অনলাইনে আবেদন করেছিলেন। তবে, অফলাইনের একজনকেও এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়।

শনিবার (২২ মার্চ) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো: মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা কুমিল্লার বার্তা ডটকমকে এ খবর নিশ্চিত করেছেন।

বৈঠক সূত্র জানায়, স্কুল কলেজের ৩৮৮১ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলে ২৮৭ জন, চট্টগ্রাম ২০৩ জন, ঢাকা ৫৪৪ জন, খুলনা ৮৬৬ জন, ময়মনসিংহ ৩৪০ জন, রাজশাহী ৮০৪ জন, রংপুর ২৬৫ জন এবং সিলেট অঞ্চলে ২০৬ জনকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া অফলাইনে ১ জনকে এমপিভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

প্রতি বিজোড় মাসে একবার এমপিওভুক্তির সভা অনুষ্ঠিত হয়। সভায় অধিদপ্তরের দুজন পরিচালক, আঞ্চলিক উপ-পরিচালক ও শিক্ষা মন্ত্রণালয়ের তিনজন প্রতিনিধি উপস্থিত থাকেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment