নবাবগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে মঞ্চত্ব হলো নাটক‘বাসন’

নবাবগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে মঞ্চত্ব হলো নাটক‘বাসন’

নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি:-
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস কে সামনে রেখে উপজেলার বাহ্রা ইউনিয়নের বলমন্তচর গ্রামের নাট্য ব্যক্তিত্ব মরহুম কাজী রইচ স্মরণে ইছামতি সাং¯কৃতিক গোষ্ঠির আয়োজনে ড. সেলিম আল দ্বীন রচিত নবাবগঞ্জ থিয়েটারের পরিবেশনায় নাটক ‘বাসন ’ মঞ্চত্ব হয়েছে। গত শুক্রবার রাত ৮টায় বলমন্তচর ঋষিপাড়ায় এ নাটক মঞ্চায়ন করা হয়।

বলমন্তচর স্পোটিং ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার এ্যাড.নুরে আলম উজ্জল,বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পত্তনদার রাকিব, মনির উদ্দিন মনু, মো.শাহালম, এরশাদ আল মামুন শাহাদাত হোসেন লাটু,আলম সরদার, অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন তাবির হোসেন পাবেল প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment