বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া-মোনাজাত

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া-মোনাজাত

বাউফল(পটুয়াখালী)সংবাদদাতা:-
পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ফজলুল হক সিনিয়র মাদ্রাসায় বৃত্তি প্রাপ্ত ১৬জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া এবং জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় কেশবপুর এফ. এইচ. সিনিয়র মাদ্রাসার পরিচালনা কমিটির উদ্যোগে মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও কেশবপুর ইউপির চেয়ারম্যান এ্যাডভোকেট মহিউদ্দিন আহম্মেদ লাভলু।

এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ ইউনুছ। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য আমির হোসেন মোল্লা, শাহজাহান হাওলাদার , আঃ রব, সোসাঃ বকুল ও জালাল হোসেন মাষ্টারসহ শিক্ষক-শিক্ষার্থীরা। পরে জাতীয় সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ শেষে আলিম পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

দোয়া-মোনাজাত পরিচালনা করেন ওই মাদ্রাসার আরবী প্রভাষক মাও. ওহাব। উল্লেখ্য ২০১৭ সালে অনুষ্ঠিত জেডিসি ও পিইসি পরীক্ষায় ১৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এদের মধ্যে জেডিসি পরীক্ষায় ৬ জন ট্যালেন্টপুল ও ৫ জন সাধারণ গ্রেডে বুত্তি পেয়েছে। পিইসি এবতেদায়ী পরীক্ষায় ট্যালেন্টপুলে ৩ জন ও সাধারণ গ্রেডে ২ জন বৃত্তি লাভ করেছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment