দোহারে পল্লী বিদ্যুতের দুই কর্মকর্তার যোগদান

দোহারে পল্লী বিদ্যুতের দুই কর্মকর্তার যোগদান

মাহবুবুর রহমান টিপু,বিশেষ প্রতিনিধি:
দোহার উপজেলায় পল্লী বিদ্যুতের দুই কর্মকর্তা সদ্য যোগদান করেছে।এরা হলেন পল্লী বিদ্যুতের দোহার জোনাল শাখার ডিজিএম প্রকৌশলী মো.খুরশীদ আলম ও এজিএম মো.আকতার হোসেন।
দোহারে পল্লী বিদ্যুতের দুই কর্মকর্তার যোগদানদোহার জোনাল শাখার ডিজিএম প্রকৌশলী মো.খুরশীদ আলম ১৯৯৪ সালে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (ইইই)ডিগ্রী লাভ করে ১৯৯৭ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে প্রকৌশলী পদে যোগদান করেন।তিনি গাইবান্দা,বাক্ষনবাড়িয়া,সিরাজগঞ্জ,কুমিল্লা,জয়পুরহাট,রংপুর জেলায় পল্লী বিদ্যুতের ডিজিএম পদে বেশ সাফল্যের সাথে কর্মজীবন পালন করেন।চলতি মার্চ মাসে তিনি দোহার উপজেলায় কর্মস্থলে যোগদান করেন।
দোহারে পল্লী বিদ্যুতের দুই কর্মকর্তার যোগদানদোহার জোনাল শাখার এজিএম ডিপ্লোমা প্রকৌশলী মো.আতার হোসেন ১৯৯৫ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মিরপুর বাংলা কলেজ থেকে গ্রাজুয়েশন ডিগ্রী লাভ করে ঐ বছরেই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকুরীতে যোগদান করেন।এর আগে ঢাকা পলিটেকনিক্যাল থেকে ইঞ্জিনিয়ারিং কোর্সে ডিপ্লোমা ডিগ্রী শেষ করেন।
গতকাল রোববার সকালে সদ্যযোগদানরত দুই কর্মকর্তার সাথে আলাপকালে দোহার জোনাল শাখার ডিজিএম প্রকৌশলী মো.খুরশীদ আলম জানান,সম্প্রতি একশ্রেনীর প্রতারক চক্র পল্লী বিদ্যুতের নাম ভাঙ্গিয়ে পল্লী বিদ্যুতের গ্রাহকের কাছ থেকে বিভিন্ন প্রভোলন দেখাইয়া মিটার,বৈদ্যুতিক খুটি ও ট্রান্সফরমার বসাইয়া দেবার কথা বলে টাকা দাবী করলে গ্রাহকগন যেন তাদের সাথে কোন প্রকার লেনদেন না করেন এই মর্মে সকল গ্রাহককে হুশিযাঁরী করেন এবং লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।টাকা লেনদেনের কোন কারন থাকলে তা পল্লী বিদ্যুতের নিজস্ব কার্যালয়ে উপস্থিত হয়ে জমা রশিদের মাধ্যমে সাক্ষরিত কর্মকর্তার সিলসহ জমা প্রদানের মাধ্যমে তা করতে সকলকে অনুরোধ করা যাইতেছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment