ভক্তের সঙ্গে সেলফিতে শাবনূর

ভক্তের সঙ্গে সেলফিতে শাবনূর

৩ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত নানা আয়োজনে এফডিসি ছিল মুখর। তারকাদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। দ্বিধা-দ্বন্দ্বের মধ্যদিয়ে দিনব্যাপী পালিত হলো চলচ্চিত্র দিবস। তবে সন্ধ্যের আগে আগে এফডিসিতে হাজির হয়েছিলেন দেশীয় চলচ্চিত্রের এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর। তাকে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েছিলেন ভক্তরা।

 

অল্প সময়ের জন্যই এফডিসিতে এসেছিলেন শাবনূর। প্রিয় সহকর্মীদের সঙ্গে দেখা করেছেন, কুশল বিনিময় করেছেন, ভক্তদের সঙ্গে সেলফি তুলেছেন। চলচ্চিত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। এরপর এফডিসি থেকে বেরিয়ে গেছেন।

 

শাবনূর ছাড়াও আরও একজনকে দেখা গেল। তিনি হলেন কাবিলা। কাবিলাকে দেখতেও ঢল নেমেছিল মানুষের। সবমিলিয়ে চলচ্চিত্র দিবসের শেষ প্রহরটা জমে উঠছিল।

 

সন্ধ্যায় মান্না ডিজিটালের পাশে অনুষ্ঠিত হয়েছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে গান গেয়েছেন ফাহমিদা নবী, কনা, শফিক তুহিনসহ আরও অনেকে। গানের সঙ্গে পারফর্ম করেছেন জনপ্রিয় বেশ কয়েকজন তারকা। সুরে সুরেই গানের রেস ছড়িয়ে শেষ হয়েছে চলচ্চিত্র দিবসের দিনটি।

 

চলচ্চিত্র প্রেমিকদের মনে বেজে চললো একটিই স্লোগান, ‘ঐতিহ্যের পথ ধরি, দেশীয় চলচ্চিত্র রক্ষা করি’।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment