এবার নিজ নিজ কবরে সমাহিত ফয়সাল ও নাজিয়া

এবার নিজ নিজ কবরে সমাহিত ফয়সাল ও নাজিয়া

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তে নিহত নাজিয়া আফরিন চৌধুরীর মরদেহের সঙ্গে বৈশাখী টেলিভিশনের সাংবাদিক আহমেদ ফয়সালের মরদেহ বদল হয়ে যায়।

 

বৃহস্পতিবার গভীর রাতে দুই মরদেহই উত্তোলন করে যার যার পরিবারের কাছে হস্তান্তর ও দাফন সম্পন্ন হয়।

 

ফয়সালের বাড়ি শরীয়তপুরের ডামুড্যা থেকে নাজিয়ার মরদেহ শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে উত্তোলন করে তার ভাই আলী আহাদ চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়। সে সময় ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আক্তার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন।

 

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ফয়সালের মরদেহ রাজধানীর বনানী কবরস্থান থেকে উত্তোলন করা হয়। শুক্রবার ভোররাত সাড়ে ৩টায় মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি শরীয়তপুরের ডামুড্যায় পৌঁছে। রাত ৪টায় ফয়সালের জানাজা অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৪টায় ফয়সালের লাশ ফের দাফন করা হয়।

 

ওই দুর্ঘটনায় ২৬ বাংলাদেশীর লাশ ঢাকায় আসার পর পরিবারের হস্তান্তরের সময় ভুলক্রমে সাংবাদিক ফয়সাল ও নাজিয়া আফরিন চৌধুরীর লাশ অদল-বদল হয়ে যায়। পরে আদালত তাদের লাশ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দেন।

 

ঢাকার আদালতে আবেদন করেন আহমেদ ফয়সালের পরিবার। অন্যদিকে শরীয়তপুর আদালতে আবেদন করেন নাজিয়া আফরিন চৌধুরীর পরিবার।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment