দেশের বিশ প্রেক্ষাগৃহে ‘স্বপ্নজাল’

দেশের বিশ প্রেক্ষাগৃহে ‘স্বপ্নজাল’

যৌথ প্রযোজনায় নির্মিত পরীমনি অভিনীত ‘স্বপ্নজাল’ আজ শুক্রবার সারাদেশে এক যোগে মুক্তি পাচ্ছে। চলবে বিশটি পেক্ষাগৃহে।

 

‘মনপুরা’খ্যাত চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম দীর্ঘদিন পর নির্মাণ করলেন ‘স্বপ্নজাল’। যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় হালের ক্রেজ পরীমনির বিপরীতে অভিনয় করেছেন নবাগত ইয়াশ রোহান।

 

বাংলাদেশ থেকে বেঙ্গল ক্রিয়েশন্স ও ভারত থেকে বেঙ্গল বারতা সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে। সিনেমাটি আজ শুক্রবার ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা জানালেন নির্মাতা।

 

এ প্রসঙ্গে গিয়াসউদ্দিন সেলিম বলেন, ‘স্বপ্নজাল’ সিনেমাটির প্রচারণার জন্য হাতে খুব বেশি সময় পাইনি। আর এত কম সময়ের মধ্যে সারা বাংলাদেশে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। তাই আমরা চাচ্ছি, ঢাকাসহ দেশের বড় বড় হলগুলোতে সিনেমাটি মুক্তি দিতে। তাও বিশটির বেশি নয়, আগামী সপ্তাহেও বেশি হলে মুক্তি দিব না। কম হলেই মুক্তি দিতে চাচ্ছি।’

 

পরীমনি-ইয়াশ রোহান ছাড়াও এতে অভিনয় করেছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু এবং মিশা সওদাগরসহ অনেকে। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন অর্ণব। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু হয়। এরপর কলকাতাসহ দেশের বিভিন্ন স্থানে দৃশ্যধারণের কাজ হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment