বেটিংয়ে জড়িত ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য

বেটিংয়ে জড়িত ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য

এবার ক্রিকেট বেটিংয়ে সঙ্গে নাম জড়ালো ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী দলের এক সদস্যের৷ তবে ক্রিকেটারটির নাম প্রকাশ করেনি ভারতীয় তদন্ত সংস্থা।

২০১১ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এমএস ধোনির অধিনায়কত্বে লঙ্কানদের ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ জেতে ভারত৷ ২৮ বছর পর দ্বিতীয়বার বিশ্বকাপে জয়ের দিনই ১৯৯৬ বিশ্বকাপ জয়ী সাবেক লঙ্কান অধিনায়ক অর্জুন  রানাতুঙ্গা ম্যাচটিতে ‘ক্রিকেট বেটিং’ এর অভিয়োগ তুলেছিলেন৷ আজ প্রায় ৭ বছর পর আরও একটি বিশ্বকাপের দোরগোড়ায় রানাতুঙ্গার অভিযোগকে উসকে দিয়ে ভারতের বিশ্বকাপ জয়ী দলের এক সদস্যের ক্রিকেট বেটিং চক্রের সঙ্গে জড়িত থাকার বিষয় সামনে আসছে৷

২০১৭ সালে জয়পুরে অনুষ্ঠিত হওয়া রাজপুতনা প্রিমিয়ার লিগ নামের এক টি-টোয়েন্টি লিগে ম্যাচ ফিক্সিংয়ের বিষয় সামনে আসে৷রাজস্থান পুলিশ পুরো বিষয়টিতে জয়পুর হোটেল থেকে ১৪ জনকে গ্রেফতার করে ৷ পরে কেসটি সিআইডির হাতে যায়৷

এই বিতর্কিত ক্রিকেট লিগটির বেটিং চক্রের সঙ্গেই  ভারতীয় দলের এক সদস্যের যোগাযোগ রয়েছে বলে জানিয়েছে তদন্তে থাকা অফিসাররা৷ তবে ক্রিকেটারের নাম জানানো হয়নি৷ যদিও সন্দেহভাজন ক্রিকেটারের উপর নজর রাখছে তদন্তকারী সংস্থা বলে জানানো হয়েছে৷

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment