আড়াইহাজারে এইচএসসির ১০ পরীক্ষার্থী বহিষ্কার

আড়াইহাজারে এইচএসসির ১০ পরীক্ষার্থী বহিষ্কার

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১০ এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা চলাকালীন সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া খান তাদের বহিষ্কার করেন।

বহিষ্কৃতরা আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও সরকারি সফর আলী কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী।

বহিষ্কৃত দশজনের মধ্যে সরকারি সফর আলী কলেজের ৭ জন, পাচঁরুখী বেগম আনোয়ারা কলেজের একজন ও হাজী বেলায়েত কলেজের ২ শিক্ষার্থী রয়েছেন।

এছাড়াও একই দিনে পরীক্ষা শুরুর ২ মিনিট আগে আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করায় ৫ বহিরাগতকে আটক করা হয়। পরীক্ষা শেষে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment