এশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে রাবি ছাত্রলীগের মানববন্ধন

রাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইফফাত জাহান এশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। বৃহষ্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন করা হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আনিকা ফারিহা জামান অর্ণা বলেন, ‘আমাদের ছোট বোন এশাকে যেভাবে লাঞ্চিত ও অপবাদ দেওয়া হয়েছে তা মেনে নেওয়া যায় না। তার সাথে এ ঘটনা গণধর্ষণের কোন অংশে কম না। রাতে আধারে যেভাবে কুসংস্কার বা গুজব ঘটে, ঠিক সেরকম ঘটনা ঘটেছে। প্রকৃত ছাত্রলীগ কর্মী কখনো একজন আরেকজনের ক্ষতি করতে পারে না। ঢাবি থেকে কোন তদন্ত ছাড়াই তাকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক যেন দ্রুত তদন্ত করে তার ছাত্রত্ব ও ছাত্রলীগের পদ ফিরিয়ে দেয়।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘তাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। একাত্তরের পরাজিত শক্তিরা সব সময় এধরনের প্রপাগন্ডা চালিয়ে বাংলার মানুষকে বিভাগে পরিণত করতে চায়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে বহিষ্কাদেশ প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
এছাড়া আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি সাদ্দাম হোসেন, মিজানুর রহমান সিনহা, জাকিরুল ইসলাম জ্যাক, সাংগঠনিক সম্পাদক ইমরান খান নাহিদ প্রমুখ। এসময় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment