মাদক সেবনে বাধা: প্যানেল মেয়রকে হাতুড়িপেটা

মাদক সেবনে বাধা: প্যানেল মেয়রকে হাতুড়িপেটা

মাদক সেবনে বাধা দেয়ায় শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র আলমগীর হোসেন মৃধাকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার সকালে উপজেলার কাগদি গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে কাগদি গ্রামে প্রাতঃভ্রমণ শেষ দক্ষিণপাড়ায় এক রোগীকে দেখতে যাচ্ছিলেন আলমগীর হোসেন। গ্রামের বাদশা মিয়ার বাড়ির সামনে আসার পর চা পানের জন্য জাকির হোসেনের দোকানে দাড়ান তিনি।

এ সময় পেছন থেকে তিন মাদকসেবী শাহজালাল বেপারি, জালাল মাতবর ও সাদ্দাম শেখ তার উপর অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে তাকে পেটাতে থাকেন।

চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে শরীয়তপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থা ভালো না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

মাদক সেবনে বাধা দেয়ায় সন্ত্রাসীরা তাকে হাতুড়িপেটা করেছে বলে জানা গেছে।

জানতে চাইলে শরীয়তপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। এখনো সেখানেই আছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment