দোহারে পুলিশের অভিযানে সাড়ে ৩৫০ পুড়িয়া হিরোইন উদ্ধার,আটক-২

মাহবুবুর রহমান টিপু,বিশেষ প্রতিনিধি:
দোহার উপজেলায় থানা পুলিশের অভিযানে সাড়ে তিনশত পঞ্চাশ পুড়িয়া হিরোইন উদ্ধার করা হয়।এ সময়ে মাদক বিক্রির অপরাধে দুইজনকে আটক করা হয়।আটককৃতরা হলেন নারিশা পশ্চিম চর গ্রামের জালাল বেপারীর ছেলে সুমন@কাউছার(২৯),একই গ্রামের মহিত উদ্দিনের ছেলে রাজন(৩৪)।

পুলিশ সুত্রে জানা যায়,গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা পুলিশ ও সাইনপুকুর তদন্ত কেন্দ্রের যৌথ অভিযানে উপজেলার রুইথা কবরস্থানের পাশে পাকা রাস্তার উপর আটককৃত দুইজনকে তল্লাশি করলে তাদের দেহে বিশেষভাবে লুকায়িত সাড়ে তিনশত পুড়িয়া হিরোইনসহ তাদেরকে আটক করা হয়।পরে গতকাল রোববার আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সিরাজুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনের ১৯৯০ সনের মাদকদ্রব্য আইনের ১৯(১)এর ১(খ)১(ক) ধারায় মামলা নং-১১,তাং২২/০৪/১৮ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment