ঝিনাইদহের কৃতি সন্তান মুন্না মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের অনুর্ধ্ব-১৮ ফুটবল টিমের ভাইস ক্যাপ্টেন’র দায়িত্বে

ঝিনাইদহের কৃতি সন্তান মুন্না মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের অনুর্ধ্ব-১৮ ফুটবল টিমের ভাইস ক্যাপ্টেন'র দায়িত্বে

রিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের কৃতি সন্তান মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের অনুর্ধ্ব-১৮ ফুটবল টিমের ভাইস ক্যাপ্টেন’র দায়িত্বে। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার জন্মস্থান হেলাই গ্রাম (৪নং ওয়ার্ড) থেকেই এই ফুটবল প্রেমী মুন্নার হাটি হাটি পা পা করে আজ অনুর্ধ্ব-১৮ ফুটবল টিমের ভাইস ক্যাপ্টেন’র দায়িত্বে।
স্থানীয় সুত্রে জানা যায় হেলাই গ্রামের মকবুল হোসেনের ছোট ছেলে মুন্না (১৭)।বড় ছেলে নাজমুল হোসেন (২৫) তিনিও ছিলেন একজন ফুটবল প্রিয় ব্যাক্তি।’শেখড় থেকে শিকড়ে’ যাওয়ার লক্ষেই সেই ছোট থেকেই ফুটবল কে আকড়ে ধরে আছে এই ফুটবল প্রেমী মুন্না। সরকারী তালিকাভুক্ত অনলাইন নিউজ পোর্টাল এবং প্রিন্ট মিডিয়া ‘দৈনিক আগামীর সময়’র এক সাক্ষাতকারে নাদিম সুলতান মুন্না বলেন- ফুটবল কথাটি উচ্চারিত হলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কথা মনে পড়ে যায়। বাংলাদেশ ফুটবল ইতিহাসে এক অনবদ্য নাম। ফুটবল ইতিহাসে ঢাকার এই ক্লাবটি দেশীয় ফুটবলার তৈরিতে অনেক বড় ভূমিকা রাখে। এরই ধারাবাহিকতায় আসন্ন under-18 B-League কে সামনে রেখে ঐতিহ্যবাহী এই ক্লাবটি দল গঠন করেছে। আর এই দলে আমাকে ভাইস ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আজ ২৮ তারিখ দুপুর ৩ টায় আমার প্রথম খেলা মুক্তিযোদ্ধা বনাম ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment