দুর্নীতির দায়ে আজীবন নিষিদ্ধ ব্রাজিলের ফুটবল প্রধান

দুর্নীতির দায়ে আজীবন নিষিদ্ধ ব্রাজিলের ফুটবল প্রধান

দুর্নীতির দায়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের প্রধান মার্কো পোলো ডেল নেরোকে ফুটবল সম্পর্কিত সকল কর্মকাণ্ড থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেই সাথে এক মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে।

৭৭ বছর বয়সী এই ফুটবল সংগঠকের বিরুদ্ধে ঘুষ নেয়ার প্রমাণ পেয়েছে ফিফার এথিক্স কমিটি। ২০১৫ সালের নভেম্বরে মার্কো পোলোর বিরুদ্ধে তদন্ত শুরু করে ফিফা। তদন্ত শেষে এবার ব্রাজিলিয়ান এই ক্রীড়া সংগঠকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করল ফিফা।

তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে যে, বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে মিডিয়া ও মার্কেটিং স্বত্ব বিক্রি করার ক্ষেত্রে ঘুষ নিয়েছিলেন মার্কো পোলো ডেল নেরো। এসব টুর্নামেন্টের মধ্যে রয়েছে কোপা আমেরিকা, দ্য কোপা লিবার্তাদোরেস ও দ্য কোপা ডু ব্রাজিল। তবে, দেল নেরোর আইনজীবী বলেছেন, তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment